বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
বাগেরহাট (মোংলা) থেকে সজল দাসঃ— মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কালীবাড়ী মন্দিরে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) বিকাল ৫ টায় মোংলার কালীবাড়ী মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। ধর্ম পালনেই দিতে পারে মানব জীবনে সকল সুখ শান্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় শ্রীরামকৃষ্ণ দেবের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু নিখিল চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ, এবং বিশেষ অতিথি ছিলেন রামকৃষ্ণ মিশনের কুমিল্লার সাধারণ সম্পাদক স্বামী বিশ্বেশ্বরানন্দজী মহারাজ, রামকৃষ্ণ আশ্রম বাগেরহাট জেলার অধ্যক্ষ স্বামী গুরুসেবানন্দজী মহারাজ। আরো উপস্থিত ছিলেন, দিগরাজ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবু তুষার কান্তি গাইন, বাবু অর্ধেন্দু শেখর বিশ্বাস, বাবু মিহির রায়, বাবু সকুমার রায়সহ আরো অসংখ্য ভক্তবৃন্দ।
উল্লেখ্য ভারতের রামকৃষ্ণ মঠের মহারাজ বাংলাদেশে বাগেরহাট জেলার মোংলায় শ্রীরামকৃষ্ণ দেবের বার্ষিক উৎসবে অংশগ্রহন করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply