বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
সিলেট (মৌলভীবাজার) থেকে রাসেলঃ— মৌলভীবাজারে ন্যায়্য মূল্যে পিঁয়াজ বিক্রি বাধ্য করার লক্ষ্যে ও অতিরিক্ত দাম লিখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এই জরিমানা করা হয়। এতে সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা আজবাহার মুন্সি, মৌলভীবাজার চেম্বার অফ কর্মাস এর পরিচালক মহিম দে, জেলা ভোক্তা অধিকার কমিটির সদস্য রোকেয়া চৌধুরী ও সদর মডেল থানার পুলিশ ফোর্স।
উক্ত অভিযানকালে কোর্ট রোডে অবস্থিত রকিব ষ্টোরকে ১০ হাজার টাকা, টিসি মার্কেটে দয়াল ষ্টোরকে ৩ হাজার টাকা ও পুরাতন হাসপাতাল রোডের নিউ নাগ ব্রাদার্সকে ৩ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply