বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ— মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আন্তঃ কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯-২০২০ এর জামালপুর জেলা প্রর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি সকাল ১০ টায় সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, প্রফেসর ড. গাজী হাসান কামাল, অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বদেশ চন্দ্র শাহা, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক সংসদের সম্পাদক মোঃ আব্দুল হাই আলহাদী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য প্রেফেসর ডা.গাজী হাসান কামাল বলনে, শিক্ষার্থীরা প্রাথমকি অবস্থা থেকে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলে, অনুশীলন ও চর্চা করলে, তারা শারীরিক ও মানসিক ভাবে সত্য ও সুন্দরকে ধারণ করতে শিখবে। তাদের এই সুযোগ করে দেওয়া সবার মিলিত দায়িত্ব ও কর্তব্য । এটা করতে পারলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াচর্চার মাধ্যমে একটি ইতিবাচক সমাজ গঠনের সুযোগ পাবে। ফলে পরবর্তী সময়ে তারা নেতি বাচক বা ক্ষতিকারক কোনো কিছুর সঙ্গে জড়িত হবে না।
উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা মানসিক বিকাশে সহায়তা করে। খেলাধুলা করলে মন ও শরীর দুটই ভালো থাকে।বর্তমানে ছেলেমেয়েরা যেভাবে ইন্টারনেট ও মাদকের দিকে আসক্ত হয়ে পড়ছে খেলাধুলা করলে তারা বাজে কাজ থেকে যেমন একদিকে বিরত থাকবে অন্যদিকে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে।
অনুষ্ঠানের উদ্বোধক বেলুন ও কবুতর অবমুক্ত করে ক্রীড়া প্রতিযোগী তার শুভ উদ্বোধন করেন। জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা খেলাধুলায় অংশ গ্রহন করেন।অনুষ্ঠান শেষে অতিথিরা ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply