বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট গ্রামের আবেদ হোসেন নামে এক ব্যক্তিকে যুদ্ধপরাধের মিথ্যা মামলায় ফাঁসানোর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ শনিবার ঠাকুরগাঁও প্রেস ক্লাব আনিসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবেদের ছোট ভাই একরাম হোসেন বলেন, ২০১৬ সালে পাশ্ববর্তী বড় পলাশবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন আহাম্মেদ ও ছোট ভাই সালাউদ্দিন আহাম্মেদের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিরোধে মামলা করেন আবেদ হোসেন। এর পরই মামলা তুলে নেওয়ার জন্য বা মামলায় সুবিধা নেওয়ার উদ্দেশ্যে আবেদ হোসেনকে রাজাকার বানানোর চেষ্টা করা হয়। তাদের এক প্রভাবশালী আত্মীয়ের সহযোগিতায় ইতিমধ্যে আবেদ হোসেনকে যুদ্ধাপরাধী হিসেবে তালিকাভুক্ত করে। চলতি বছরের ২৫ জুন সালাউদ্দিন ও সাহাবুদ্দিনের বাড়ির কাজের লোক নুরুল হক ওরফে গাঠিকে বাদি করে একটি মামলা দায়ের করলে আবেদ হোসেনকে গ্রেফতার করা হয়।
এমরাম হোসেন আরও বলেন, যুদ্ধ চলাকালীন সময়ে আমার ভাইয়ের বয়স ছিল ১২ বছর। যে ব্যক্তিকে হত্যার অপরাধে আমার ভাইকে যুদ্ধাপরাধী বানানোর চেষ্টা চলছে সে অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, আমার ভাইয়ের জাতীয় পরিচয় পত্রের জন্ম তারিখ দেওয়া আছে ৯ নভেম্বর ১৯৫৮। এছাড়াও ৭৫ সালে এসএসসি পাশের সনদপত্রসহ আমার ভাই যুদ্ধাপরাধী ছিল না বলে বালিয়াডাঙ্গী উপজেলা আ’লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বড় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যায়ন পত্র প্রদান করেছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply