বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
আজকের দিগন্ত প্রতিবেদকঃ— রংপুরে শেষ হল এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প – টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে ‘Entrepreneurship Development Training for ICT Freelancer-আইসিটি ফ্রিল্যান্সাদের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। রংপুর ক্যান্টনমেন্ট রোডের লার্ণিং এন্ড রিসোর্স সেন্টার এলআরসি মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
এসএমই ফাউন্ডেশন থেকে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, বুটিকসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ২৫ জন নারী ফ্রিল্যান্স উদ্যোক্তা এ প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করেন। বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণকারীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা ।
৮টি বিভাগীয় শহরে ২৫ জন করে মোট ২শ নারী ফ্রিল্যান্স উদ্যোক্তাকে বিনামূল্যে এ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply