বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
বীরগঞ্জ (দিনাজপুর) থেকে হাসান জুয়েলঃ “মহামারী কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনে বিভাগীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ খালেক সরকার।
আরও পড়ুনঃ বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও
শনিবার রংপুর জেলা প্রশাসকের হলরুমে পরিবার পরিকল্পনা রংপুর বিভাগের পরিচালক মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও রংপুর বিভাগের মধ্যে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ খালেক সরকারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ আমিন আহম্মেদ খান, রংপুর জেলা প্রশাসক মোঃ আশিক আহসান, রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়, রংপুর পরিবার পরিকল্পনার উপ পরিচালক ডাঃ শেখ মোঃ সাইদুল ইসলাম প্রমূখ।
আরও পড়ুনঃ দিনাজপুরে বীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে নিরাপদ প্রসব কক্ষ উদ্বোধন
উল্লেখ্য, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় ২০১৮ সালে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার সহ গত ২০১৪ সালে চেয়ারম্যান এম এ খালেক সরকার প্রধান বিচারপতির নিকট বাংলা একাডেমীতে এবং ২০১৬ ইং সালে দিনাজপুর জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply