রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ থেকে মোঃ ইউসুফ খানঃ— চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তে টহল দল কর্তৃক ভারতীয় অবৈধ ২৩৩ বোতল ফেন্সিডিল আটক করেছে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) একটি বিশেষ দল।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের সীমান্তবর্তী কামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী বাংলাদেশের অভ্যন্তরে চোরাইপথে অবৈধভাবে কিছু মাদকদ্রব্য প্রবেশ করানোর তথ্য পান। উক্ত তথ্যের উপর ভিত্তি করে ১৯ আগস্ট ২০১৯ তারিখ সময় আনুমানিক ৫.৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধিনস্থ কামালপুর বিওপির টহল কমান্ডার নম্বর ৪১৪৯০ হাবিলদার সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে টহল দলটি নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৭/১৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালপুর গ্রামের মধ্যে ফাঁদ পেতে থাকেন। আনুমানিক ৬.১০ ঘটিকায় ভারতের দিক হতে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশের অভ্যন্তরে টহল দলের ফাঁদ এলাকায় প্রবেশ করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌঁড়ে ভারতের দিকে পালিয়ে যায়। টহল দল পিছু ধাওয়া করেও চোরাকারবারীদের আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উক্ত চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিক ব্যাগ হতে ২৩৩ বোতল অবৈধ ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি)।
পরে আটককৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান। রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক ফেন্সিডিল আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং সীমান্তে সকল ধরনের মাদক দ্রব্যাদি ও অন্যান্য চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখার ব্যাপারে তাঁর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply