মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতির যৌথ আয়োজনে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে শুরু হল পুতুল তৈরী বিষয়ক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। রবিবার সকালে রাঙ্গামাটির সদর উপজেলার বাঘাইছড়িতে এ প্রশিক্ষণ কোর্স শুরু হয়। এতে ১৫ জন নারীকে বিনামূল্যে কাপড়ের পুতুল ক্সতরীর উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পুতুল তৈরীতে নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রিজম প্রকল্প।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে বøক ডিজাইনের উপর আরেকটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে প্রিজম প্রকল্প এবং ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফুড অফিস মোড়ে আদিবা বুটিক হাউজ এবং টেইলরে ৫ দিনব্যাপী এ কর্মশালায় ১৫ জন নারীকে বিনামূল্যে বøক ডিজাইনের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। কর্মশালা দুটি শেষ হবে ২১ শে জানুয়ারী।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply