বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
চট্রগ্রাম (রাঙ্গুনিয়া) থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— রাঙ্গুনিয়া উপজেলায় দরবারে নঈমীয়া হেফজ বিভাগ হতে কুরআন হেফজকারী বা কুরআন মুখস্থকারী শিক্ষার্থীদের দস্তারবন্দী প্রদান অনুষ্ঠান গত শনিবার বাদে এশার পোমরা নঈমাবাদ দরবার শরীফস্থ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আনজুমান-এ- এছলাহে তরিকতে বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত পোমরা জামেয়া নঈমীয়া তৈয়বীয়া ফাযিল মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও অধ্যক্ষ মরহুম গাজী মাওলানা মফজল আহমদ নঈমীর ১৬ তম বার্ষিক সালানা ওরশ শরীফ অনুষ্ঠানে তাদেরকে এ দস্তারবন্দী প্রদান করা হয়।
পোমরা বাঁচাশাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নঈম উদ্দীন নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠিত দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদরাসার শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা সোলাইমান আনছারী, প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, ঢাকা মুহাম্মদপুর কাদেরীয়া কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস শায়খুল হাদীস মাওলানা কাজী মাওলানা ছাবের আহমদ আলকাদেরী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় দাওয়াতে খায়ের মুয়াল্লিম ইমরান হোসেন আলকাদেরী, পোমরা জামেয়া নঈমীয়া তৈয়বীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব হামিদী, আরবী প্রভাষক আলতাফ হোসেন, সরফভাটা নেছারিয়া তৈয়বীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন আল- কাদেরী, সহকারী মাওলানা হারুনুর রশিদ, মাওলানা ফজলুল করিম নঈমী প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্ণফুলী ক্রীড়া পরিষদের আহবায়ক আহমদ আলী নঈমী, উপজেলা গাউছিয়া সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, রাঙ্গুনিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মোসলেহ উদ্দীন প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply