বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
চট্রগ্রাম (রাঙ্গুনিয়া) থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— রাঙ্গুনিয়া ব্যাপী কিন্ডারগার্টেন (কেজি.স্কুল সমূহ)’র সংগঠন রাঙ্গুনিয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ডাঃ এস. এম.কাউসার মেধা বৃত্তি পরীক্ষা আজ শনিবার সকাল দশটায় ঘাটচেক উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ১৩ টি কক্ষে অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া ঘাটচেক উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষকতা ডাঃ এস.এম কাউসার, এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ সফিউল আজম সিরাজী সাধারণ সম্পাদক আকতার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজিম উদ্দীন লাবলু, অর্থ সম্পাদক করিম উদ্দীন হাছান, লালানগর আইডির কেজি স্কুলের প্রধান শিক্ষক শাহাজান, সাউথ পোমরা কেজি স্কুলের প্রধান শিক্ষক মাস্টার ফয়সাল আলম প্রমুখ।
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ সফিউল আজম সিরাজী বলেন, রাঙ্গুনিয়া ব্যাপী কিন্ডারগার্টেন (কেজি.স্কুল সমূহ)’র প্রায় ৪০ টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত অধ্যায়নরত মোট ৭৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ করেন। শান্তিপূর্ন পরিবেশে সকাল ১০টায় ১ম শ্রেনী ২১৭ জন, ২য় শ্রেনীর ১৯০ জন, ৩য় শ্রেনীর ১৪০ জন,৪র্থ শ্রেনীর ১২৯ জন, ৫ ম শ্রেণির ৯৮ জন শিক্ষার্থী এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
তিনি আরো জানান, ২০০১ সাল থেকে কিন্ডারগার্টেন এসোসিয়েশন গঠন করা হয়েছে। এসোসিয়েশন দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে এই এ বৃত্তি প্রদান শুরু করেছে। এসোসিয়েশনের করা জাতীয় শিক্ষাক্রম অনুযায়ি ১০০ নম্বরে বাংলা, ইংরেজি ও গণিত এ তিন বিষয়ের উপর উত্তর পত্রের পরীক্ষার দিতে হয় শিক্ষার্থীদের। মেধার ভিত্তিতে ১ম শ্রেণির থেকে ৫ ম শ্রেণির পর্যন্ত সর্বোচ্চ নাম্বারধারী তিনজনকে গোল্ড মেডেল প্রদান করা হয় এবং অন্যান্য ক্ষেত্রে শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
বৃত্তি পরীক্ষার সার্বিক সহযোগিতায় ছিলেন প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক খীজির হায়াত, প্রধান নিয়ন্ত্রক হাজী বদি আহমদ চৌধুরী, সদস্য আবু তালেব,
নতুন কুড়ি স্কুলের প্রধান শিক্ষক মাহাবুবুল আলম প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply