মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
রাঙ্গুনিয়া থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কসহ রাঙ্গুনিয়া উপজেলায় প্রবেশপথে থেকে শুরু করে হাটবাজার পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ।
করোনাভাইরাস থেকে এলাকাকে সুরক্ষিত রাখতে সড়কসহ হাটবাজারগুলোতে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে পুলিশ প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে এমনকি প্রশাসনের নির্দেশনায় খোলা মাঠে হাটবাজার বসানোর নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসন।
আরও পড়ুনঃ কাজিপুরের চালিতাডাঙ্গায় হাট-বাজারের নতুন স্থান নির্ধারন
এ সময়ে রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাইল হোসাইন জুয়েল বলেন, বিশ্বব্যাপীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রাঙ্গুনিয়া উপজেলায় এখনো কোনো করোনা রোগী সনাক্ত হয়নি। এ জন্য এলাকাবাসীকে সচেতন করতে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগ দিনরাত কাজ করে যাচ্ছেন।
এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। উল্লেখ্য যে, মডেল থানার অফিসার ইনচার্জ ও তদন্ত স্যার তদারকি অব্যাহত আছে নিয়মিত টহলে রয়েছেন বলে তিনি জানিয়েছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply