বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন
চট্রগ্রাম (রাঙ্গুনিয়া) থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— চট্টলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন কর্ণফুলী ক্রীড়া পরিষদ”র উদ্যোগে মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাঙ্গুনিয়া ফুটবল একাডেমিকে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে বাচাঁ বাবা মহোত্তরখীল ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।
আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে কর্ণফুলী ক্রীড়া পরিষদ”র উদ্যোগে মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের পোমরা উচ্চ বিদ্যালয়ের মাঠে রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি ও বাচাঁ বাবা মহোত্তরখীল ফুটবল একাডেমি মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সমযের গোল শূন্য শেষ হওয়ার পরে খেলাটি ট্রাইবেকারে গড়ায়, ট্রাইবেকারে বাচাঁ বাবা মহোত্তরখীল ফুটবল একাডেমি রাঙ্গুনিয়া ফুটবল একাডেমিকে ৫-৪ গোলে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন, রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু ও কর্ণফুলী ক্রীড়া পরিষদ’র প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক আলহাজ্ব আবদুল করিম চৌধুরী।
কর্ণফুলী ক্রীড়া পরিষদ’র প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক আলহাজ্ব আবদুল করিম চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু, উদ্বোধনী বক্তব্যে রাখেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রদান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আধ্যক্ষ কেএম মুছা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোমরা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য জোনাইদুল আলম চৌধুরী, কর্ণফুলী ক্রীড়া পরিষদের আহবায়ক আলহাজ্ব আহমদ আলী নঈমী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক কমান্ডার, রাঙ্গুনিয়া প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি আকাশ আহমদ, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক ডাঃ আবুল ফজল, ওমান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এহসানুল ইসলাম,
রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মুসলিম উদ্দীন, পোমরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শহিদুল ইসলাম টুনু, বেতাগী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবু মনছুর মেম্বার, পোমরা মানবাধিকার কমিশনের সহ সভাপতি মমতাজ মিয়া, পোমরা কে এফ ডি মানবাধিকার কমিশনের সভাপতি কেএ মুসা প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, কর্ণফুলী ক্রীড়া পরিষদের ফুটবলার পোমরা মানবাধিকার কমিশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস আলী মুন্না , আবদুল মান্নান, রাশেদ হাছান, প্রকৌশলী সালামত আলী, সেলিম উদ্দীন, হেলাল উদ্দিন, রামেদ চৌধুরী প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply