শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
চট্রগ্রাম (রাঙ্গুনিয়া) থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী পোমরা সৈয়দ বাড়ি দরবার শরীফের উদ্যোগে সৈয়দ আযীম উদ্দীন আর আরবি (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ লামায় শ্রেষ্ঠ প্রাথমিক সহকারি শিক্ষক উথোয়াইয়ই মারমার
শনিবার বাদে মাগরিব সৈয়দ বাড়ি দরবার শরীফ প্রাঙ্গণে সৈয়দ আযীম উদ্দীন আর আরবি (রহ.) কমিটির সভাপতি আলহাজ্ব সৈয়দ আবুল উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মেজবাহ উদ্দিন শওকত ও সৈয়দ আবদুল হামিদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, চরসদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামের স্ট্যাডিঃ বিভাগের অধ্যাপক ড.মাওলানা মুহাম্মদ আবদুল মাবুদ, উদ্বোধনী বক্তব্যে রাখেন, সরফভাটা নেছারিয়া তৈয়বীয়া অনার্স মাদরাসার আরবী প্রভাষক মাওলানা সৈয়দ আইয়ুব নুরী, বিমেষ বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নেজাম উদ্দীন নঈমী,মাওলানা আবু মুছা আশয়ারী, মাওলানা নঈমুল হক সরমদ নঈমী, মাওলানা মুছলেহ উদ্দীন জাবেদ প্রমুখ।
এদিকে সমাজের গুণী কৃর্তি সন্তানেরা বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ প্রাপ্ত হওয়ার বিশেষ করে ইম্পেরিয়াস হসপিটাল চট্টগ্রামে সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ নুরু উদ্দীন পারভেজ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ জিল্লুর রহমান, প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশল (তড়িৎ) পদে রুকন উদ্দীন পলাশ নিয়োগ প্রাপ্ত হওয়ার তাদেরকে পোমরা সৈয়দ বাড়ি দরবার শরীফের সৈয়দ আযীম উদ্দীন আর আরবি (রহ.) স্মৃতি সংসদ, আল আরবী ফাউন্ডেশন, এলাকাবাসী ও প্রভাসীদের পক্ষ থেকে এ গুণিজন সংবর্ধনা প্রদান করা হয়।
মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পোমরা ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সহ সাধারণ সম্পাদক সৈয়দ ছলোমান, হাফেজ মাওলানা ইছহাক, ডাঃ সৈয়দ নুরু উদ্দীন পারভেজ, সৈয়দ মুহাম্মদ রুকন উদ্দীন, সৈয়দ মুহাম্মদ আবুল কালাম আজাদ, মাস্টার রফিকুল ইসলাম, মাওলানা জিল্লুর রহমান প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply