বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
ঝালকাঠি (রাজাপুর) থেকে সাইদুল ইসলামঃ— ঝালকাঠির রাজাপুর উপজেলার জগন্নাতপুর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর সহ ৪টি ঘর ও ১টি খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার জগনাথপুর এলাকার মোঃ মুনসুর হাওলাদার এর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবী করেছেন। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারনা করছে এলাকাবাসী। রাজাপুর থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনা স্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানায়, মুনসুর আলীর মেয়ের শ্বশুর মারা যাওয়ায় সবাই ঐ বাড়িতে ছিল। এ সময় ঘরে মুনসুরের পুত্রবধু মাহমুদ তার বাচ্চা নিয়ে ঘরে ছিল। হঠাৎ রান্নাঘরে আগুন লেগে মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পরে। অগ্নিকান্ডের খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস সহ পার্শ্ববর্তী ভান্ডারিয়া, কাউখালি ও ঝালকাঠির ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ১টি বসতঘর, ১টি রান্নাঘর, ১টি গোয়ালঘর ১টি খরের গাদা পুড়ে ছাই হয়ে যায়।
রাজাপুর উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা কর্মকর্তা মোঃ জলিল সিকদার জানায়, আগুনের খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এ সময় আমাদের সাথে পার্শ্ববর্তী ভান্ডারিয়া, কাউখালি ও ঝালকাঠির ফায়ার সার্ভিস কর্মিরাও আগুন নিয়ন্ত্রনে আনতে সহায়তা করেন। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিক ধারনা করা হচ্ছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply