বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
ঝালকাঠি থেকে সাইদুল ইসলামঃ— ঝালকাঠির রাজাপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ২২ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (১৩ এপ্রিল) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়। সূত্র জানায়, এ পর্যন্ত কোন প্রবাস ফেরত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়নি যাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের মধ্যে বেশির ভাগ লোকই হচ্ছেন নারায়নগঞ্জ ও ঢাকা থেকে আগত।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
আরও পড়ুনঃ দুস্থদের সহায়তায় ‘জরুরি খাদ্য ও নিরাপত্তা সেল’র কাযর্ক্রম অব্যাহত
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আবুল খায়ের মাহমুদ রাসেল জানান, সোমবার (১৩ এপ্রিল) পর্যন্ত আমরা ২২ জনের নমুনা সংগ্রহ করে ঝালকাঠি সিভিল সার্জনের মাধ্যমে বরিশাল শেবাচিমে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর এদের মধ্যে এ পর্যন্ত ১৪ জনের রিপোর্ট পেয়েছি, তা নেগিটিভ এসেছে। বাকীদের রিপোর্ট এখানো পাওয়া যায়নি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply