বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
ঝালকাঠি (রাজাপুর) থেকে সাইদুল ইসলামঃ— ঝালকাঠির রাজাপুরে প্রবাসী ও সাবেক ইউপি সদস্য আলী হায়দার হেলালের অর্থায়নে করোনা পরিস্থিতির সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটি চলাকালীন কর্মহীন, দরিদ্র, অসহায় দিনমজুর ও শ্রমজীবি মানুষের মাঝে পবিত্র মাহে রমযানের ইফতার সামগ্রী উপহার দেয়া হয়েছে।
আরও পড়ুনঃ রাজাপুরে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে তথ্য অফিসের সচেতনতামূলক পথ প্রচার
রবিবার (২৬ এপ্রিল) উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাকরাইল ও কানুনিয়া এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রবাসী আলী হায়দার হেলালের ছেলে ইমন, ভাইগ্না রুমানসহ স্থানীয় হাফিজুর, রবিউল, সুমন ও আজাদের মাধ্যমে নিজ এলাকায় প্রায় দুই শতাধিক পরিবারের বাড়ী বাড়ী গিয়ে এ উপহার সামগ্রী তুলে দেন।
এর আগে প্রবাসী হেলালের নিজ উদ্যোগে নিজ এলাকা সাকরাইল ও কানুনিয়ায় করোনা ভাইরাস থেকে বাঁচার সচেতনামূলক লিফলেট বিতরণ করেন এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেষ্টুন টানিয়ে দেন। তিনি ইতিপূর্বে একাধিকবার বিভিন্ন দুর্যোগের সময় এলাকার অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি নিয়মিত ভাবে এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরনসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন। এ সহযোগিতার দ্বারা যেন অব্যাহত রাখতে পারেন সে জন্য সকলের কাছে তিনি দোয়া কামনা করছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply