বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
ঝালকাঠি থেকে সাইদুল ইসলামঃ— ঝালকাঠির রাজাপুরে ৪৯তম জাতীয় স্কুল মাদ্রাসা, কারিগরি শিক্ষা উপলক্ষে শীতকালীন ক্রীড়া ও অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০১৯ শেষে উপজেলা পরিষদের মিলনাতয়নে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) ১১টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস এ পুরস্কার বিতরণীর আয়োজন করে।
এ সময় রাজাপুর উপজেলা পরিষদ চেয়্যারম্যান অধ্যক্ষ মোঃ মনির উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে জেলা টাক্সফোর্স কমিটির সভা ও সেনসিটাইজেশন কর্মশালা
আরও পড়ুনঃ ঝালকাঠিতে ৬ মাসে কোরআন মুখস্থ করলেন বায়েজিদ, স্বল্প সময়ে আরও ২ শিশু
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাসার, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল হোসেন, মোঃ আবুবকর সিদ্দিক, মোঃ মাইনুল ইসলামম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শিক্ষার্থী সহ নেতৃস্থানীয় ব্যক্তিরা।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শীতকালীন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির উদ্যোগে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত খেলাগুলো হলো, বালক বালিকাদের ১শত মিটার দৌড়, ২শ মিটার দৌড়, ৪শ মিটার দৌড়, ৮শ মিটার দৌড়, ১৫শ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ধাপ-মাপ-লাফ, গোলক নিক্ষেপ, ঢাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, দলগত রীলে, দড়ি লাফ, বলিবল, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, ক্রিকেট, এ্যাথলেটিক্স ইত্যাদি। প্রতিযোগীতায় ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা অংশ গ্রহণ করে।প্রতিযোগীতায় বিজয়ীরা আগামী ৪, ৫ ও ৬ জানুয়ারী ঝালকাঠি জেলা পর্যায়ে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply