বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— মরণঘাতী করোনা ভাইরাস। যার থাবায় আক্রান্ত সারাবিশ্বের মানুষ। দিনের পর দিন এ ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। লকডাউন হয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইতোমধ্যে বাংলাদেশেও বিস্তার লাভ করেছে ভাইরাসটি। এর দ্রুত বিস্তার রোধে দেশটিও লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে সংসার কীভাবে চলবে তা নিয়ে উৎকণ্ঠায় দিন পার করছেন খেটে খাওয়া অসহায় দিনমজুর মানুষেরা।
করোনার প্রভাবে অনাহারে থাকা মানুষের জন্য খাবার নিয়ে রাতের আধরে ছুটে বেড়াচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল নেতা সাহেদ আহম্মেদ। নিজস্ব অর্থায়নে গত ৪ দিন ধরে ঝিনাইদহ শহর,পাগলা কানাই, বেড়বাড়ী ও গয়েশপুর গ্রামের একশত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিজ হাতে পৌছে দিচ্ছেন তিনি।
ইবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাহেদ আহম্মেদ বলেন, খেটে খাওয়া অসহায় দিন মজুর মানুষ আজ ঘরে বন্দি হয়ে আছে। অনাহারে দিন কাটাচ্ছে তারা। এমন অসহায় মানুষদের মুখে হাঁসি ফোটাতে সাহায্যের হাত বাড়িয়েছি। মানুষ বাঁচলে টিকে থাকবে মানবতা। তাই আসহায় মানুষদেরকে সহায়তা করার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান করছি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply