বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
রাবি (রাজশাহী বিশ্ববিদ্যালয়) থেকে উজ্জ্বল হোসেনঃ— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ড. মোঃ শহিদুল্লাহ্ একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা, বেলুন-ফেস্টুন উড়িয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
উদ্বোধনী শেষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে শেষ হয়। এরপর মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এম.এ বারী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, সমাজের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে। দেশ ও জাতির উন্নয়নে অ্যালামনাসদের কাজ করতে হবে। বর্তমান প্রজন্মকে ধ্যান-জ্ঞান, প্রতিষ্ঠানিক শিক্ষাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই দেশের এসডিজির যে লক্ষ্যমাত্রা তা বাস্তবায়ন করা সম্ভব হবে।
বিভাগের অধ্যাপক মাহফুজুর রহমান আকন্দ ও সহযোগী অধ্যাপক আশিয়ারা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ.কে.এম মোস্তাফিজুর রহমান আল আরিফ, কলা অনুষদের অধিকর্তা ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম ফজলুর রহমান, ইমেরিটাস অধ্যাপক ড এ.কে.এম ইয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ বিভাগের শিক্ষক ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply