বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
রাবি থেকে উজ্জ্বল হোসেনঃ— রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এডিস মশা চেনা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্বিবদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও প্রাণিবিদ্যা সমিতির আয়োজনে স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি ক্যাম্পাসের মূল সকড়গুলো প্রদক্ষিণ করার পর সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত¡বিদ ড. মোঃ মোশাররফ হোসেন বলেন, ডেঙ্গুজ্বর চারটি ভাইরাস দ্বারা হয়। এর মধ্যে রাজশাহী অঞ্চলে এডিসের দুটি প্রজাতি এই জ্বর ছড়ায়। তারা হল এডিস অ্যাজাইপটি ও এডিস এলরোপিকটাস। সকলের সচেতনতাই পারে এই জ্বর থেকে বাঁচাতে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক এই র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সচেতনতা বৃদ্ধিতে সহায়তাক হবে।
এসময় প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক এম সাইফুল ইসলাম, অধ্যাপক কামরুল হাসান, অধ্যাপক ড. মো. আরিফুল হাসান, সহকারী অধ্যাপক ড. মনিকৃষ্ণ মহন্ত, প্রাণিবিদ্যা বিভাগ সমিতির ভিপি শাওন হোসাইনসহ বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply