শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রাজু আহমেদ এর গত ২ ডিসেম্বরে হঠাৎ রক্ত বমি করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে তার সহপাঠীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সনাক্ত করেন রাজুর পুরো লিভার নষ্ট হয়ে গেছে। রাজু সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের গাড়াবেড় গ্রামের মৃত আকবর হোসেনের সন্তান।
নিম্ন বিত্ত পরিবারের সন্তান বলে তার চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ না থাকায় বিভিন্ন মহল থেকে তার নিজ গ্রামের শিক্ষক মোঃ এরশাদুল আলমের নেতৃত্বে কয়েকটি টিম গঠন করে বিভিন্ন মহল থেকে আর্থিক সহায্য উঠানো হয়। ৫ জানুয়ারি ২০১৯ ইং পর্যন্ত এরশাদুল আলমের নিকট জমানো ১ লক্ষ ৪৮ হাজার ৭১৯ টাকা রবিবার (৫ জানুয়ারি) রাতে রাজুর নিজ বাড়িতে তার বড় ভাই তোতা মিয়া ও মা জায়েদা খাতুনের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ আঃ রাজ্জাক মাষ্টার, সাংবাদিক মোহাম্মদ আশরাফুল, রাজুর চাচা গোলাম হোসেন, শহীদুল ইসলাম, আঃ মান্নান, মোকলেছুর রহমান খোকা, নূর মোহাম্মদ মানিক, রবিউল হাসান রঞ্জু, দুলাল মিয়া, আশাদুল ইসলাম, আব্দুল হাকিম, লিমন, পারভেজ, স্বাধীন সহ আরো অনেকে। রাজুর উন্নত চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে জানান তাঁরা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply