রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
পাবনা থেকে তুহিন হোসেনঃ— রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় ৪টি বাষ্প জেনারেটর ভেসেলের নির্মাণ কাজ চলছে রাশিয়ায়। রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন- রসাটমের অন্তর্ভূক্ত এইএম টেকনোলজির ভলগাদন্সক কারখানায় প্রথম জেনারেটরটি প্রাইমারী সার্কিট হেডার স্থাপনের জন্য খুব শীঘ্রই প্রস্তুত হবে। অন্য ৩টি’র নির্মাণ কাজও বিভিন্ন পর্যায়ে রয়েছে যেমন- মেশিনিং, ইন্সপেকশন পারফর্মেন্স।
আরও পড়ুনঃ যশোরের বেনাপোলে করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা
বাষ্প জেনারেটর রিয়্যাক্টর প্ল্যান্টের একটি গুরুত্বপূর্ন অংশ যার মধ্যে তাপ আদান-প্রদান সম্পন্ন হয়। প্রতিটি জেনারেটরের ওজন প্রায় ৩৪০টন, লম্বায় ১৫মিটারের কাছাকাছি এবং এটির ব্যাস ৪মিটারের অধিক। একটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিটে এই জাতীয় জেনারেটরের সংখ্যা ৪টি।
ইতোপূর্বে ৪টি শেলের সংযুক্তিকরণের মাধ্যমে প্রতিটি ভেসেলের সংযোজন কাজ সম্পন্ন হয়। ওয়েল্ডিং-এর জন্য ব্যবহৃত হয় দুই হাজার কেজির অধিক ফ্লাক্স এবং বারো হাজার মিটারের অধিক তার।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply