বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
বান্দরবান (লামা) থেকে জাহিদ হাসানঃ— বান্দরবানের লামা উপজেলায় তথ্য প্রযুক্তির সহায়তায় লামা থানার উপ-পরিদর্শক(এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আয়াতউল্লা’র নেতৃত্ব লামায় নবম শ্রেণীর এক ছাত্রীর আপত্তিকর ছবি তুলে ফেইসবুক ও ইউটিউব এবং এলাকায় পোষ্টার সাঁটানোর ঘটনার প্রধান আসামী মোঃ মামুনকে পাঁচ মাস পর গ্রেপ্তার করেছে।
৭ জানুয়ারী গভীর রাত ২টার সময় উপজেলার বড়ছনখোলা এলাকা থেকে এ মামলার প্রধান এ আসামীকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনঃ সিলেটের কানাইঘাটের গাছবাড়ীতে নাদেল কে স্বাগতম জানিয়ে আনন্দ মিছিল
এজাহার সূত্রে জানা যায়, বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বড়ছন খোলা এলাকার নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গ্রেপ্তারকৃত ১নং আসামী মোঃ মামুনের নেতৃত্বে আরো কয়েকজন বখাটে মিলে গত ৭ আগষ্ট জোর করে আপত্তিকর ছবি তুলে গেলো বছর। ছবি তুলার ২১ দিন পর অর্থাৎ গত ২৮ আগষ্ট ২০১৯ ইং তারিখ ঐ ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এলাকার জন গুরুত্বপূর্ণ স্থানে পোষ্টারিং করে আসামী মামুন ও অপরাপর আসামীরা।
আরও পড়ুনঃ পটুয়াখালীতে জেলা পর্যায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
এ ঘটনায় ঐ স্কুল ছাত্রীর মা রেনুয়ারা বেগম গত ২৮ আগষ্ট বুধবার ২০১৯ রাত সাড়ে ১১ টায় লামা থানায় আসামীদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় মামুন নামের এক বখাটেসহ আরো চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply