রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
চট্রগ্রাম (লোহাগাড়া) থেকে অমিত কর্মকারঃ— চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের মৃত ফোরুক আহমদের ছেলে সাইফুল ইসলাম (৩৫) উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীখিল এলাকার এক প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননীকে নিয়ে গত ১০ নভেম্বর রবিবার রাত অনুমানিক ৮টায় ভাগিয়ে খাগড়াছড়ি নিয়ে যায়। এদিকে, গত ১২ নভেম্বর প্রবাসীর স্ত্রীর ভাই নাজিম উদ্দিন লোহাগাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করলে থানা পুলিশ তাদের উদ্ধারের তৎপরতা শুরু করেন। গত ১৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানা পুলিশ উক্ত প্রেমিক জুটিকে একটি আবাসিক হোটেল থেকে আটক করে। খবর পেয়ে গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম খাগড়াছড়ি যায়। এ সময় খাগড়াছড়ি থানা পুলিশ উক্ত প্রেমিক জুটিকে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করলে আমরা তাদেরকে থানা হেফাজতে নিয়ে আসে। আজ দুপুর ১২ টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ এবং প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশ হেফাজতে দেয়া হয়েছে বলে জানান লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার আব্দুল হক।
স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়, কথিত সাংবাদিক সাইফুল ইসলাম নিজেকে ‘দৈনিক ভোরের কাগজ’ এর লোহাগাড়া উপজেলা প্রতিনিধি ও লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে এলাকায় বেশ দাপটের সাথে চলাফেরা করতো।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জহির উদ্দিন বলেন, প্রবাসীর স্ত্রীকে মিথ্যা বিয়ের প্রলোভন দিয়ে অপরহরণ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে প্রবাসীর স্ত্রীর ভাই নাজিম উদ্দিনের দায়ের করা এমন অভিযোগের ভিক্তিতে আসামী সাইফুল ইসলামের বিরুদ্ধে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আজ ১৫ নভেম্বর (শুক্রবার) দুপুর ১২ টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন প্রবাসীর স্ত্রীদের সাথে সম্পর্ক গড়ে তুলে এবং এক পর্যায়ে তাদের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে অন্তরঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেইল করতো। তার গ্রেফতারের খবরে অনেক প্রবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলে জানা গেছে। কথিত সাংবাদিক সাইফুল ইসলামের স্ত্রী হাজেরা বেগম আরজু বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে একাধিক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে আসছে। বিষয়টি নতুন কিছু নয়। আমি এসবের প্রতিবাদ করলে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। আমার ৩ ছেলে ও সংসারের দিকে তাকিয়ে নীরব থাকি এবং নির্যাতন সহ্য করে যাচ্ছি।
লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, সাইফুল ইসলাম দৈনিক ভোরের কাগজের লোহাগাড়া প্রতিনিধি হিসেবে কাজ করতো। সে প্রেস ক্লাবের প্রথমবারের মতো সদস্য হলেও সংগঠন বিরোধী কর্মকান্ডের কারনে তাকে বিগত ৪ মাস পুর্বে বহিস্কার করা হয়েছে। তবে, অনেকজন থেকে শুনেছি সে নাকি ভূয়া ও নাম সর্বস্ব একটি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিতেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply