বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
লোহাগাড়া থেকে অমিত কর্মকারঃ— লোহাগাড়ায় করোনা সংক্রমণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের বাড়িতে রাতের আঁধারে খাবার পৌঁছে দিচ্ছেন লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী।
৩০ মার্চ সোমবার রাতে তার নিজস্ব অর্থায়নে ৪`শ পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট দেন তিনি। প্রতিটি প্যাকেটে ছিল চাল, পেঁয়াজ ,ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস। এই সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে মহাখুশি কর্মহীন মানুষগুলো।
লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘সরকারের নির্দেশে করোনা ভাইরাস যে প্রভাব দেখা দিয়েছে তা প্রতিরোধে প্রয়োজন সচেতনতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনসতেনতায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে রিকশা চালক, দিনমজুর সেইসব খেটে খাওয়া মানুষ দুরাবস্থা দিন কাটাচ্ছে । অনেকেই কাজ না পেয়ে অনেকে না খেয়ে আছেন। ত্রাণ বিতরণকালে দরিদ্র পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা প্রকৃত অর্থেই খুব কষ্টে আছেন। সামান্য সাহায্য পেয়েও তারা অনেক খুশি। এ সহায়তা অব্যাহত থাকবে। আর দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে তিনি বিত্তবানদের প্রতিও আহ্বান জানিয়েছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply