মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন
চট্রগ্রাম (লোহাগাড়া) থেকে অমিত কর্মকারঃ— লোহাগাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১১জানুয়ারী সকালে লোহাগাড়া উপজেলাে প্রশাসনের আয়োজনে এক বর্ণাট্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ)’র ক্ষণগণনার উদ্বোধন
এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, এইচ এম এ গনি সম্রাট, একেএম ফজলুল হক আজাদ, আবু নঈম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কমরত কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনেরর শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ।
আরও পড়ুনঃ পাকশী হাইওয়ে সড়কে ড্রাইভারদের মাদক সেবন টেস্ট
উল্লেখ্য, ১০ জানুয়ারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন দুপুরে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন তিনি। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। বাংলাদেশ এ বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ হিসেবে উদযাপন করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply