বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন
লোহাগাড়া থেকে অমিত কর্মকারঃ— সারাবিশ্বে মহামারী করোনা ভাইরাস আতঙ্ক। সাতকানিয়া ইছামতিকূল আলিনগরে করোনায় আক্রান্তে মারা যাওয়া ব্যক্তির সংস্পর্শে থাকা নুর মোহাম্মদ করোনা রিপোর্ট নেগেটিভ আসায় খুলে দেওয়া হল লোহাগাড়া মোস্তফা সিটি ও সিটি হাসপাতালের লকডাউন। মঙ্গলবার ২১ এপ্রিল সকাল সাড়ে ১১টায় এ লকডাউন খুলে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌছিফ আহমেদ।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় লকডাউন অমান্য করায় ভ্রম্যমাণ আদালতের জরিমানা
উল্লেখ্য, গত ১১ এপ্রিল থেকে লোহাগাড়া মোস্তফা সিটি ও লোহাগাড়া সিটি হাসপাতাল লকডাউন করে উপজেলা প্রাশাসন। দীর্ঘ ১০দিন পর এ লকডাউন খুলে দেওয়া হয় ও স্বভাবিকভাবে হাসপাতালের কার্যক্রম চলতেছে।
এ সময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌছিফ আহমেদ বলেন, সিটি হাসপাতালের সুপারভাইজার নূর মোহাম্মদের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় মোস্তফা সিটি ও সিটি হাসপাতাল লকডাউন খুলে দেওয়া হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply