বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
চট্টগ্রাম (লোহাগাড়া) থেকে অমিত কর্মকারঃ— চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব না মানায় ২০ এপ্রিল সকালে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে ৪ দোকানীকে ১১ হাজার টাকা ও দুই মোটর সাইকেল চালকের মাথায় হেলমেট না থাকায় ২ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালতে এ পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী।
আরও পড়ুনঃ আশুলিয়ায় নগদ সহায়তা ও ত্রাণের দাবিতে কর্মহীন মানুষের মানববন্ধন
উত্তর কলাউজান এলাকার মোটরসাইকেল চালক আরিয়ান রহমান লিটনকে ১ হাজার টাকা, সাতকানিয়া গারাঙ্গিয়া সেনেরহাট এলাকার মোঃ ইলিয়াছকে ১ হাজার টাকা, রড সিমেন্ট দোকানকে ৫ হাজার টাকা এবং ৩ মুদি দোকানীকে ৬ হাজার টাকা সহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
আরও পড়ুনঃ কাজিপুরে সামাজিক দূরত্ব না মেনে কৃষি ব্যাংকে লেনদেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অমান্য করায় ২ মোটর সাইকেল চালক, সিমেন্টে দোকানদার ও ৩ মুদি দোকানীকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। এই অভিযান চলমান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply