রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন
লোহাগাড়া থেকে অমিত কর্মকারঃ— চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রশাসন কঠোর অবস্থানে। ৩ এপ্রিল শুক্রবার বিকাল ৩ টার দিকে বটতলী স্টেশনে অভিযান করা হয়। এসময় দোকানদারকে সতর্ক করেন এবং সকল মানুষকে ঘরে ফিরে যাওয়ার আহবান জানান লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ। পরে দরবেশহাট বাজারে অভিযান চালিয়ে বিকাল ৪টার দিকে দরবেশহাট (সাপ্তাহিক) বাজার তাৎক্ষনিক বন্ধ করে দেয় ও বাজারে আগত ব্যবসায়ীসহ ক্রেতা ও জনসাধারণকে অতি দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দেয়। পরে ২ মুদির দোকানে দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারামতে দরবেশহাট বাজারের হারুন ষ্টোরের মালিক নুরুল আবছারকে ২০ হাজার টাকা ও বিছমিল্লাহ ষ্টোরের মালিক আবু সালেহ”কে ১৫ হাজার টাকাসহ ৩৫ হাজার জরিমানা করা হয়।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের মাইকিং ও ৩ দোকানীকে জরিমানা
অভিযানে সাথে ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী, লোহাগাড়া থানার এস আই পার্থ সারথি হাওলাদার, উপজেলা নির্বাহী কার্যালয়ের সিএ মুহাম্মদ ইলিয়াছ রুবেল।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় গণপরিবহন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ বলেন, করোনা ভাইরাস সংক্রামণ রোধে উপজেলার সব ধরনের সাপ্তাহিক হাট বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। কিন্তু তা অমান্য করে দরবেশহাট (সাপ্তাহিক) বাজার বসে । খবর পেয়ে সেখানে গিয়ে হাট বন্ধ করে দিই। সাথে সাথে হাটে আগত ব্যবসায়ীসহ ক্রেতা ও জনসাধারণকে হাট থেকে চলে যেতে বাধ্য করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply