বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
যশোর (বেনাপোল) থেকে মোঃ রাসেল ইসলামঃ— যশোরের শার্শার উলাশীতে ডেঙ্গু জ্বর থেকে এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সকালে উলাশীর সমন্ধকাঠি গিলাপোল মোড়ে এ মশা নিধন অভিযান কর্মসূচি পালিত হয়েছে এবং এলাকার সকল স্কুল, মসজিদ, মাদ্রাসা, ডোবা, পুকুর, জলাশয়, ঝোপঝাড় ও পানি নিষ্কাশনের ড্রেন সহ মশার বংশ বিস্তারের সম্ভাব্য প্রায় সকল স্থানে ওষুধ ছিটানো হয়েছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
শার্শা উপাজেলা প্রশাসনের উদ্যোগে উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হকের সার্বিক তত্বাবধানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল।
প্রধান অতিথি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য সবার উদ্দেশ্য বলেন, বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করতে হবে। বাড়িতে সবাই মশারি ব্যবহার করতে ভুলবেন না।
এ অভিযান ও কর্মসূচি পরিচালনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব আলী মেম্বর, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মেম্বার, হাফিজুর মেম্বার, হাসানুজ্জামান মেম্বার, মশিয়ার মেম্বার, কামাল মেম্বার, মহিলা মেম্বার হাওয়া বিবি, মমতাজ বেগম, মাসুরা খাতুন, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম তালুকদার, নজরুল ইসলাম নজু, রিপন হোসেন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফি, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুরাদ হোসেন মেম্বরসহ স্থানীয় নেতাকর্মী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply