বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
যশোর (বেনাপোল) থেকে মোঃ রাসেল ইসলামঃ— যশোরের শার্শা উপজেলার উলাশী কিন্ডার গার্টেন এর বৃত্তি সনদ ও বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬/১২/২০১৯) তারিখ সকাল ১০টায় ঐ কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গনে আয়োজিত শিক্ষার্থী এবং অভিভাবকদের সমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশের নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান, ৯ নং উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ সাহিদুল ইসলাম শাহীন সভাপতি সীমান্ত প্রসক্লাব বেনাপোল।
আরও পড়ুনঃ পলাশবাড়ীতে সিআইজি দলের সদস্যদের মধ্যে জাল বিতরণ
প্লে-থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে ২য় শ্রেনীতে ৬ জন, ৩য় শ্রেনীতে ১ জন এবং ৪র্থ শ্রেনীতে ২ জন মোট ৯ জনের মধ্যে নগদ অর্থ এবং বৃত্তি সনদ সহ বার্ষিক পরীক্ষার ফলাফল অনুযায়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের মাঝে এ সকল সনদ এবং অর্থ তুলেদেন এএসপি জুয়েল ইমরান।
আরও পড়ুনঃ গোলকপুর ৬ মাস মেয়াদী পোস্ট ই-সেন্টার এর প্রশিক্ষণার্থীদের বিদায় অনুষ্ঠান
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একমাত্র শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকদের সন্মিলিক প্রচেষ্ঠায় জাতিকে শতভাগ শিক্ষিতকরণ সম্বব, তিনি বিশেষ করে উপস্থিত মায়েদের উদ্দেশ্যে তাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই সকল কোমলমতি সন্তানের প্রতি নজরদারী বৃদ্ধির পরামর্শ দেন ।
আরও পড়ুনঃ পাকুন্দিয়ায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
ঐ স্কুলের প্রধান শিক্ষক জাহিদ হাসান আব্দুল্লাহর সঞ্চালনায় স্কুলের প্রতিষ্ঠাতা জাকির হোসেন লাল্টু স্কুলের সার্বিক পরিস্থিতি সমাবেশে তুলে ধরেন-২০১৫ ইং সালে প্রতিষ্ঠিত এই স্কুলটিতে মোট ১৫৫ জন ছাত্র-ছাত্রী রয়েছে, সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার, সহকারী শিক্ষিকা শারমিন আক্তার, রাবেয়া খাতুন, শারমিন খাতুন, তনয়া আফরোজ দিশা । এখানে শিক্ষা প্রদান করে চলেছেন আগামী বছর অর্থাৎ ২০২০ সালে ছাত্র-ছাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে তিনি মনে করেন। এব্যাপারে অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিকট সহযোগীতা কামনা করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply