শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— “প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সামাজিক উদ্বুদ্ধকরন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজনে জেলা শিশু একাডেমি অডিটরিয়ামে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সামাজিক উদ্বুদ্ধকরন ও মা সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন জণপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব ফয়েজ আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেন, মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির, বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক এস এম ফারুক। আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা রাশিদা বেগম, লুৎফুননেছা, খায়রুন নাহার ও মেরী সুলতানা। মা অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোর্শেদা পারভীন ও লাইলী ইয়াসমিন প্রমুখ।
উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক (ইএএলজি) অমিতাভ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হেমায়েত উদ্দীন, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার সহ সংশ্লিস্ট কর্মকর্তাবৃন্দ। সমাবেশ শেষে প্রধান অতিথি ও অতিথি বৃন্দদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি জণপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব ফয়েজ আহমেদ বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সমাজ তাদেরকে সম্মান করে। তাই শিক্ষকদের এমন হওয়া উচিত যাতে অভিভাবক ও শিক্ষার্থীরা আজীবন স্মরণে রাখে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন নিজের সন্তানদেরকে শুধু শিক্ষকদের হাতে ছেড়ে দিলেই হবে না, তাদের প্রতি সার্বক্ষনিক নজরে রাখার আহবান জানান তিনি।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নেনে সামাজিক উদ্বুদ্ধকরন ও মা সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও মা অভিভকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু ও পিটিআই’র সহ-সুপার অরুন কুমার পান্ডে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply