বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ শিক্ষার্থীদের সুবিধার্থে মেরিন ফিশারিজ একাডেমি ক্যাম্পাসে ব্যাংক এর শাখা উদ্বোধন করা হয়। অগ্রণী ব্যাংক এই শাখা খোলে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আজ (০১ নভেম্বর) ব্যাংক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অগ্রনী ব্যাংকের শাখাটি মেরিন একাডেমির ক্যাম্পাসের মধ্যে ৫১ বছর ধরে চলছিল। নারী ক্যাডেট ভর্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য ক্যাম্পাসের বাহিরে ব্যাংক স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় মেরিন একাডেমি কর্তৃপক্ষ।
উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ মাসুক হাসান আহমেদ, অগ্রনী ব্যাংক ইছানগর শাখা ব্যবস্থাপক জালাল আহমেদ মুফতি, চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেয়াজুল হক উপস্থিত ছিলেন।
প্রায় ৭৭ লাখ টাকা ব্যয়ে দুই তলা বিশিষ্ঠ ভবনে এখন থেকে ব্যাংকিং কার্যিক্রম চলবে। ব্যাংকের ব্যবস্থাপক তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭২ সালে অগ্রণী ব্যাংক লিমিটেড ইছানগর শাখাটির যাত্রা শুরু করে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply