রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ থেকে মোঃ ইউসুফ খানঃ— চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ মোঃ ফটিক প্রকাশ ইঞ্জিন (৩৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক ফটিক প্রকাশ ইঞ্জিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরাম ঘোষপাড়ার আবদুল লতিফ ঘোষের ছেলে। গ্রেপ্তারকৃত ইঞ্জিন কে শিবগঞ্জ উপজেলার ধোবড়া থেকে দুপুরে গ্রেপ্তার করা হলেও জেলা গোয়েন্দা পুলিশ রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম রাত ১১ টার দিকে জানান,শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ধোবড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফটিক প্রকাশ ইঞ্জিন কে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
পুলিশ সুপার আরও বলেন,আটক মোৎ ফটিক প্রকাশ ইঞ্জিন এর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতিসহ মোট ১২টি মামলা চলমান রয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply