মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:১০ অপরাহ্ন
শিবপুর (নরসিংদী) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ নরসিংদীর শিবপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আর্ন্তজাতকি দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
আজ ৯ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে দশটায় এ দিবস উদযাপন করা হয়। দিবসরে শুরুতে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করনে শিবপুর উপজলোর সহকারী কমশিনার ভূমি মোঃ আবদুর রহিম ও দুদক পতাকা উত্তোলন করনে শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুর উদ্দনি মোঃ আলমগীর। পতাকা উত্তোলন শেষে একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করনে। পতাকা উত্তোলন ও র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দনি মোঃ আলমগীর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ আবদুর রহিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ আফজাল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আরিফ হোসেন ভুইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রভাষক মোঃ মোখলেছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply