বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
শিবপুর (নরসিংদী) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ শিবপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তিনটি টিম তিন ভাগে বিভক্ত হয়ে উপজেলা কুইক রেসপন্স সচেনতামূলক প্রচার-প্রচারণা শুরু করে । ১২ এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কোভিড-১৯ এর Second Wave প্রতিরোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণ করে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রমটি শিবপুর বাজার, কলেজ গেইট বাজার, উপজেলা মোড়, শিবপুর মডেল থানার আশে-পাশে, শিবপুর সদর রোড়সহ জনবহুল স্থানগুলোতে পরিচালিত হয়েছে।
শিবপুর উপজেলায় তিনটি কুইক রেসপন্স টিমের তিন জন আহবায়ক উপস্থিত ছিলেন এরা হলেন, শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহ্রুখ খান, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরুজ শাহীনুর রহমান।
এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন, কুইক রেসপন্স টিমের সদস্য পৌরসভার কাউন্সিলর মোঃ বাদল মিয়া, ভারপ্রাপ্ত ফায়ায় স্টেশন অফিসার মোঃ মোশারফ হোসেন, উপজেলা উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাবিরুল ইসলাম খান বলেন, তিনটি কুইক রেসপন্স টিম গঠন করে কাজ শুরু করি। এই সচেনতামূলক প্রচার-প্রচারণার কার্যক্রম অব্যহত থাকবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply