বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
নরসিংদী (শিবপুর) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ— নরসিংদীর শিবপুর উপজেলার দরগারবন্দ গ্রামের বীর মুক্তিযোদ্ধা চান মিয়ার ছেলে বাহরাইন প্রবাসী ব্যবসায়ী আল আমিন হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শিবপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চত্বরে ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা (ক্লিক করুন) ১২টায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুনঃ যশোরের বেনাপোলে একাধিক মামলার আসামীর মরদেহ উদ্ধার
মানব বন্ধনে বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান, সহ সভাপতি ও নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের সহকারী কমান্ডার মোঃ মুহসীন নাজির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন ভূইয়া প্রমুখ।
পারিবারিক সূত্রে জানা যায়, বাহরাইন থেকে হত্যাকারী আল আমিনকে হত্যা করে পালিয়ে বাংলাদেশে এসে পরে। তার বাড়ি কুমিল্লা জেলার তিতাঁস উপজেলার মজিদপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে মাহাম্মদ মামুন। গত ৫ নভেম্বর ২০১৯ তারিখে বাহরাইন প্রবাসী ব্যবসায়ী আল আমিন সিপিআর নং-৮১০৬৩৮০১০, পাসপোর্ট নং-ঊঅ০৬৩৭৭৭৩, বাহরাইনের নিজ আবাসস্থলে খুন হন।
আরও পড়ুনঃ ইবিতে শহীদ রুপমের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত
উল্লেখ্য, বাহরাইন পুলিশ ও সিআইডি কর্তৃক তদন্ত মামলা চলমান। মামলা নং-৪১৬৩/২০১৯ মুহাররক পুলিশ স্টেশন। বাংলাদেশ দুতাবাসও এই তদন্তের বিষয়ে সার্বিক সহযোগীতা করে যাচ্ছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply