শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
নরসিংদী ( শিবপুর) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ— নরসিংদীর শিবপর উপজেলার যোশর ইউনিয়নের যোশর উত্তরপাড়া গ্রামে ১৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় প্রায় ১৪ থেকে ১৫টি বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট হয়েছে। ৫০ লক্ষ টাকার ক্ষতি করা হয়েছে । ১৪ ফেব্রুয়ারীর মারামারির ঘটনায় উভয় পক্ষের ২ জন আহত হয়েছে।
আরও পড়ুনঃ যশোরের বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার
আহতরা হলেন রতন ও বশির, ঘটনার বিবরণে জানা যায় একই উপজেলার ধনাইয়া গ্রামের আনোয়ার ও ছোটাবন্দ গ্রামের রহিমের মধ্যে ১০ ফেব্রুয়ারী যোশর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে দুজনের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি স্থানীয়রা মিমাংশা করে দেয়। পরে গিলাবের গ্রামের বাবু, মৃদুল, মোরশেদ, বাসেদ, কালামিয়া, টিটুগং স্থানীয় বশিরকে মারধর করে।
পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার মরজালের কিছু লোক রতনকে মারধর করে। কিন্তু বাবুগং এই ঘটনাটিকে বশিরগং করেছে মনে করে শনিবার সকালে শতাধিক লোক নিয়ে ছালাম, শাহজাহান, বাদল, বশির, ওসমান, আমির চান, আবু কালাম, মনির, হাবিবুর, লোকমানের বাড়ীতে ও মন্নানের দোকানে হামলা, ভাংচর, লুটপাট করে। এ সময় প্রতিবন্ধি হারুন ও শিশুকে মারধর করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগী কিরন, রাজিয়া, মান্নান, মোসকত আলী, শারমিন, বাদল জানান সাবেক সংসদ সদস্য শাহজাহান সাজুর ছোট ভাই ঠিকাদার কামালকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় তার ও ডাঃ আবদুল হাইয়ের নের্তৃত্বে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনাটি ঘটেছে। প্রাথমিক পর্যায়ে ঘটনাটিকে নিয়ে শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান দুই পক্ষকে নিয়ে ১৬ ফেব্রুয়ারী রবিবার বসার কথা থাকলেও শনিবার চিহ্নিত দুর্বৃত্তরা এ হামলার ঘটনাটি ঘটায়।
আরও পড়ুনঃ বেনাপোলে পিকনিক ট্র্যাজেডি নিহত ৯ শিক্ষার্থীর স্মরণে আলোচনা, র্যালী ও দোয়া অনুষ্ঠিত
ঘটনাস্থল পরিদর্শণ করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, ইউপি চেয়ারম্যান নাদিম সরকার ও ইউপি সদস্য আঙ্গুর।
এ বিষয়ে ঠিকাদার কামালের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বিকার করে বলেন এটি মিথ্যা ও বানোয়াট। শিবপুর সার্কেল মেজবাহউদ্দিন বলেন বিষয়টি সম্পর্কে আমি অবগত, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম, তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবপুর মডেল থানা মামলা নং-১২।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply