বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
শিবপুর (নরসিংদী) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ নরসিংদীর শিবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রস্ততকৃত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভা কক্ষে এই ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-০৩ শিবপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক ভুইঁয়া মোহন তিনি বলেন, জাতির পিতা বঙ্ঘবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জীবন বাজি রেখে দেশের সূর্য সন্তানরা মুক্তিযোদ্ধে অংশ নিয়ে ৯ মাসে দেশ স্বাধীন করে। ৭৫ সালে জাতির পিতা বঙ্ঘবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। তার পর থেকে মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা ও সম্মান থেকে বঞ্চিত হতে থাকে। বঙ্ঘবন্ধুর কণ্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ৯৬ সালে ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে আসছেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ আজ দুর এগিয়ে নিয়ে গেছে। দেশের সকল ধর্মের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। আগামী সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর মার্কা নৌকা শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জনান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারনুর রশীদ খান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধ আজিজুর রহমান খান ভুলু।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের শিবপুর উপজেলা শাখার আহবায়ক বিপ্লব চক্রবর্তী, যগ্ম আহবায়ক ফজলে রাব্বি খান, সদস্য সচিব অপু সারোয়ার, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ ও পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক খানসহ ১টি পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের হাতে সনদপত্র ও স্মাট কার্ড তুলে দেন নরসিংদী-০৩ শিবপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক ভুইঁয়া মোহন ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply