সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন
নরসিংদী (শিবপুর) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ— শিবপুুর পৌরশহরের পশ্চিম পাড়া মহলার ৪নং ওয়ার্ডের মোঃ আকবর আলীর ছেলে লেবানন প্রবাসী মোঃ ইলিয়াছ (৩০) গত ১৮ মার্চ তিনি দেশে আসেন। দেশে আসার পর করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করার জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও দীর্ঘ ৬দিন ধরে তিনি তা মেনে চলছেনা। প্রকাশ্যে তিনি জনসম্মুখে চলাফেরা করছেন।
আরও পড়ুনঃ ‘মানুষ স্বজন’ ও ‘মনন সাহিত্য সংগঠন’র হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ
এলাকাবাসী ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে শিবপুর মডেল থানা পুলিশকে খবর দিলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে একটি দোকানে বসা অবস্থায় আটক করে উপজেলা নির্বাহী অফিসারে নিকট নিয়ে আসে। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে ৪০হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
আরও পড়ুনঃ করোনা ভাইরাসকে কেন্দ্র করে সঞ্চয় নেয়া স্থগিত, গরিব দুস্থদের মাঝে ভিজিডি চাউল বিতরণ !!
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর বলেন, জনসমাবেশ বিচ্ছিন্ন করার জন্য প্রশাসন মাঠে কাজ করছে। পাশপাশি পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কাজ করে যাচ্ছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply