বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিবপুর (নরসিংদী) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ গত জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র-জনাতার আন্দোলন চলাকালীন সময় নরসিংদীর শিবপুর উপজেলার ৪০জন ছাত্র-জনতা আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছে এবং বিগত পনের বছর যাবৎ আওয়ামী লীগ সরকারের সময় শিবপুর উপজেলা তিন শত দশজন বিএনপি সহ দলের অংঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কারাবরণ কারী মামলা-হামলা ও নির্যাতনের স্বীকার হয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শিবপুর উপজেলা সংবর্ধনা কমিটির আয়োজনে গত শনিবার (২ নভেম্বর ২০২৪ইং) বিকাল ৪টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এমপি খায়রুল কবির খোকন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মন্জুর এলাহী। সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মোল্লা মিন্টু, শিবপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার। অনুষ্ঠানটির পরিচালনা করেন শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ভিপি মো: তোফাজ্জল হোসেন ও শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।
সংবর্ধনা অনুষ্ঠানে শিবপুর উপজেলার ৪০জন ছাত্র-জনতাকে মেডেল গলায় পরিয়ে দেয় এবং শিবপুর উপজেলা তিন শত দশ জন বিএনপিসহ দলের অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরকে ক্রেস্ট উপহার দিয়েছে অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিএনপির সকল অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply