বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
শিবপুর (নরসিংদী) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ নরসিংদীর শিবপুর উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ৫ নভেম্বর শনিবার উপজেলার ২শত পঞ্চাশটি সমবায়ী সংগঠনের নেতাদেরকে নিয়ে সকাল ১০টায় শিবপুর উপজেলা পরিষদ চত্বরে সববেত হয়। পরে একটি র্যালী বের হয়। সমবায় র্যালীর এবারের প্রতিপাদ্য “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” র্যালীটি শিবপুর পৌর শহরের বিভিন্ন সড়ক হয়ে শিবপুর উপজেলা পরিষদের মাঠে গিয়ে শেষ হয়।
সকাল সাড়ে ১০টায় শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলার সকল সমবায়ী ও শিবপুর সমবায় অফিসের কর্মকর্তাদের উপস্থিতে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করেন, প্রধান অতিথি শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান।
শিবপুর উপজেলা প্রশাসন ও শিবপুর উপজেলা সমবায় অফিসের যৌথ আয়োজনে শিবপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান। সভায় স্বাগত বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা সমবায় অফিসার মো: আবদুল জলিল ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক , শিবপুর উপজেলা আওয়ামী লীগের নেতা ও শ্রেষ্ট সমবায়ী আঃ কাদির মিস্টার প্রমুখ। পরে ৬জন বিভিন্ন্ ক্যাটাগরির বিজয়ী সমবায়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply