মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
শিবপুর (নরসিংদী) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ শিবপুর ৮ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস। হানাদার মুক্ত দিবস উপলক্ষে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন থেকে আগত ২শতাদিক বীর মুক্তিযোদ্ধাদেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ২শতাদিক বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের আয়োজনে (আমরা মুক্তিযোদ্ধার সন্তান) এর ব্যানারে সংবর্ধনা ও আলোচনা সভার সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিনুল হক রিন্টু।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মুঞ্জু এলাহী তিনি বলেন, দেশের এই সূর্য সন্তানদেরকে সকল শ্রেণী পেশার মানুষকে শ্রদ্ধা ও সম্মান করতে হবে। দেশের বীর সেনাদের নিকট থেকে স্বাধীনতার গল্প শুনে দেশ-প্রেম ও দেশাত্ববোধ বুকে ধারন করে আগমী দিনের বাংলাদেশ গড়ার কারিগর হয়ে মুক্তিযোদ্ধার সন্তানরা দেশের জন্য কাজ করে যেতে হবে। শিবপুরে মুক্তিযোদ্ধাদের এবং তাদের সন্তানদের সকল প্রকার সহযোগীতা করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর শহীদ আসাদ কলেজজিয়েটে গালর্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, নরসিংদী জেলার সাবেক কমান্ডার আবদুর রশিদ মোল্লা, শিবপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেহ রিকাবদার, শিবপুর উপজেলার সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার প্রমুখ।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুলেল মালা দিয়ে বরণ করেন, মেডেল উপহার দেন এবং উন্নত খাবারের প্যাকেট বিতরন করা হয়েছে। আলোচনা শেষে নিহত সহযোদ্ধাদের জন্য দোয়া করা হয় এবং দেশের মানুষের কল্ল্যাণে দোয়া করা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply