বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
শিবপুর (নরসিংদী) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ শিবপুর উপজেলার মাসিক আইন শৃঙ্খলার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । ৩১ অক্টোবর বেলা ১২টায় উপজেলা পরিষদের হলরুমে এই অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলার কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত।
মাসিক আইন শৃঙ্খলার কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানী এমপি জহিরুল হক ভুইয়া মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সালাউদ্দিন মিয়া, শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ, শিবপুর উপজেলার জাতীয় পাটির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারহানা আহমেদ, শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত হোসেন, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, দুলালপুর ইউপি চেয়ারম্যান মো: মাহফুজুল হক শামীম মোল্লা প্রমুখ ।
সভায় দুলালপুর ইউনিয়ন ও মাছিমপুর ইউনিয়নে কৃষি জমি থেকে অবৈধ বালু উত্তোলন ও মাদক ব্যাবসা বন্ধ করা, কিশোর গ্যাং, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের সামনে বখাটে ছেলেদের ইপটিজিং বন্ধ করা, জয়নগর ইউনিয়ন, বাঘাব ইউনিয়ন, ও যোশর ইউনিয়নের টিলা ছোট বড় লাল মাটির টিলা পাহাড় কাটা বন্ধসহ উপজেলায় চুরি ও ডাকাতি রোধে শিবপুর মডেল থানা পুলিশকে সজাগ দৃষ্টি রাখার জন্য বক্তারা বলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply