বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
শিবপুর (নরসিংদী) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ নরসিংদীর শিবপুর উপজেলায় ভূমিহীনদেরকে মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের ঘরের চাবি দলিল হস্তান্তার করা হয়েছে। শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ মার্চ বুধবার সকাল সাড়ে ৯টায় শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর উপজেলা টাস্কফোর্স কমিটির তালিকা অনুযায়ী “ক” শ্রেণী ভুক্ত একেভারেই ভূমিহীন ও গৃহহীন ছিন্নমূল মানুষকে ২শতক জমির দলিলসহ সেমি পাকা ঘর নিমার্ণ শেষে ৭৫টি পরিবারের মাঝে এই প্রদান করা হয়েছে।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের সভাপিতত্বে গৃহ বিতররণের দলিল ও ঘরের চাবি হস্তন্তার অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একটি লোকও গৃহহীন ও ভূমিহীন থাকতে দেবে না। এমপি মোহন তিনি আরোও বলেন, যাদের ভিটা-মাটি আছে ঘর নাই প্রধানমন্ত্রী তাদেরকেও ঘর করে দেবেন।
এসময় আরোও বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসিন নাজির, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান, উপজেলার সাধারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ আহমেদ, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক মোল্লা শামীম, পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার হাসান উল সানী এলিজ, আইযুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মজিবুর রহমান সরকার, বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকারসহ উপজেলার সকল দপ্তরের অফিসার ও ভূমিহীন নারী-পুরুষ এবং উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বেলা ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুম থেকে ৭৫জন ভুমিহীন পরিবারদেকে নিয়ে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের নেতৃত্বে দুইটি ট্রাকে চড়ে আনন্দ শোভা যাত্রা বের হয়। প্রথমে আনন্দ শোভা যাত্রাটি শিবপুর পৌরশহর প্রদক্ষিন করেন। তারপর শোভা যাত্রাটি শিবপুর উপজেলার ৭টি ইউনিয়ন প্রদক্ষিদ শেষে পুনরায় শিবপুর উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
আনন্দ শোভা যাত্রায় ভ্রমন করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত, শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ গৃহহীন ও ভূমিহীনরা।
ভ্রমন শেষে একাদিক গৃহহীন ও ভূমিহীন পরিবাদের সাথে কথা বলে যানা যায়, এই আনন্দ অনেক সুখের আনন্দ। আমাদেরকে এ ভাবে ট্রাকে তুলে করে নিয়ে গুড়িয়ে আনন্দ দেবে এটা কোন দিন কল্পনা করিনি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply