বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
শিবপুর (নরসিংদী) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ শিবপুর উপজেলা পরিষদের সকল দাপ্তরিক ও প্রশাসনিক ভবনগুলোর চারপাশে রয়েছে শত শত ফুল গাছ, ফলের গাছ ও কাঠের বাগান । এতে করে উপজেলা ভিতরে অফিস কার্যালয় গুলো সুসজ্জিত, দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে রেখেছেন। উপজেলার প্রশাসনিক ভবনের সামনে সুন্দর একটি বিশাল মাঠ রয়েছে। তার পাশে ২ বিঘা জমির উপর ঘাট বাঁধা বড় একটি পুকুর। উপজেলায় সেবা নিতে আসা লোকজন পুকুর ঘাটে বসে গল্প করে অনেকে সময় কাটান। পুকুরের পাড়ে বসার ব্যবস্থা করে দিয়েছে উপজেলা প্রশাসন। এই পুকুরে অনেক বড় বড় মাছ রয়েছে। গত কয়েক দিন যাবৎ পুকুরের বড় বড় মাছ মরে র্দুগন্ধ ছড়াচ্ছে। বর্তমানে পুকুরটি চার পাশে অনেক আগাছা জন্মিায়ে আছে। সেই সাথে উপজেলায় প্রতিদিন সেবা নিতে আসা লোকজন পলিথিন, ককসেট, প্লাষ্টিকের বোতলসহ পুকুর পাড়ে ফেলছে।
আমেরিকা প্রবাসী আসাদ দম্পতি গত শনিবার উপজেলা পরিয়দ মাঠে বেড়াতে এসে অনেক আক্ষেপ করে বলেন এতো সুন্দর পুকুরটি এই আবস্থা। দুর্গন্ধে এখানে বসতে না পেরে ছমাইর বন্দে বেড়াতে চলে গেছেন বলে জানায় এই দম্পতি।
উপজেলা ম্যসৎ কর্মকর্তা দীলিপ কুমার ধর বলেন, আজ সকালে পুকুরে ঔষধ দিয়েছি। আশা করি আর মাছ মরবে না। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির বলেন, মৎস্য অফিসার আজকে পুকুরে চুন দিয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply