বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ— শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার
আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে আশুলিয়া থানাধীন জিরাবোর দেওয়ানবাগ ও ফুলবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুনঃ সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিকদের নিয়ে মালিকপক্ষের পিঠা উৎসব
এ বিষয়ে ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জিরাবোর দেওয়ানবাগ ও ফুলবাগান এলাকায় তিতাসের মূল গ্যাস সঞ্চালন পাইপ থেকে নেওয়া অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ওই এলাকার দুই কিলোমিটার জুড়ে বিস্তৃত অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, রাইজার ও চুলাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। বিচ্ছিন্ন করা হয় প্রায় ২ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তাদের এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিতাসের এই কর্মকর্তা।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক আমিনুল ইসলাম, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, ঠিকাদার মোহাম্মদ মনির হোসেনসহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ।
অভিযান চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলো।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply