বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি এইচ.এম.বিল্লাল হোসেন রাজুঃ— জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ই মার্চ ২০২০ মঙ্গলবার সকালে শেরে বাংলা পথকলি স্কুলের উদ্যেগে হাজারীবগ, ঝাউচর, বালুরমাঠ স্কুল প্রাঙ্গনে পথশিশুদের নিয়ে বঙ্গবন্ধুর আলোচনা ও কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ মুজিবু জন্মশতবার্ষিকী উপলক্ষে রোগী এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও চেক বিতরণ
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি ও শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের মহাসচিব মোঃ আর কে রিপন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক মোঃ সালাউদ্দিন হাওলাদার, মোঃ সাগর সওদাগর, আকলিমা আঞ্জুম, আশফিয়া সহ প্রমুখ।
আরও পড়ুনঃ গণ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন- ১৯২০ সালের ছোট্ট খোকা টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করে বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধুতে পরিনিত হয়েছেন। তিঁনি ছিলেন একজন খাঁটি মুসলমান, খাঁটি বাঙ্গালী ও দেশ প্রেমিক। ভাষা আন্দোলন থেকে লাল সবুজের পতাকার সৃষ্টির মহানায়ক ছিলেন তিনি। সেদিনের খোকা সারা বিশে^র বিস্ময় হবে তার শতবার্ষিকীর বর্নিল আয়োজনের মধ্য দিয়ে সারা পৃথিবী জানতে পেরেছে। বর্তমান করোনা ভাইরাসের মহামারীও বঙ্গবন্ধুর প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা ম্লাণ করতে পারেনি সর্বজণীন ভাবে জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করছেন।
আরও পড়ুনঃ বর্ণাঢ্য আয়োজনে ইবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
বঙ্গবন্ধু শিশুদের সবচেয়ে বেশি ভালবাসতেন আর সেই কারনেই তাঁর জন্মদিনে জাতীয় শিশুদিবস পালন করে আসছে রাষ্ট্র। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শিশুদের নিয়ে এই ব্যাতিক্রমি আয়োজন নিঃসন্দেহে সবাইকে নতুন মেসেজ দিবে। আসুন আমরা সবাই মিলে পথশিশুদের পাশে দাঁড়াই এবং পৃথিবীর সব শিশুদের বঙ্গবন্ধুর আর্দশে গড়ে তুলতে পারলে তারা অবশ্যই দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply