বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন
পুঠিয়া (রাজশাহী) থেকে আরিফুল হক রুবেলঃ রাজশাহী পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান দায়িত্ব পালনে অনন্য সততা, দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনে ও পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে ২০১৯-২০ সালের জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার পেলেন।
রোববার সকালে রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ হামিদুল হক তার হাতে এ পুরস্কার তুলে দেন।
জেলা প্রশাসকের আয়োজনে সোনার বাংলা গড়ার প্রত্যয়ঃ জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার হাতে পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নজরুল ইসলাম, মোঃশরিফুল হক ও আবু আসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওলিউজ্জামান বলেন, প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। আমার ভবিষ্যত কর্মময় জীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে। যেসব সূচক বিবেচনায় প্রশাসন আমাকে এ পুরস্কার দিয়েছেন, ভবিষ্যতে এর প্রতিটি বিষয়ে শুদ্ধাচার চর্চায় মনোনিবেশ করব।
প্রসঙ্গত, ইউএনও মোঃ ওলিউজ্জামান পুঠিয়া উপজেলায় যোগদানের পর থেকেই ভেজাল বিরোধী অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি জমি পুনরুদ্ধার, বাজার মনিটরিং, আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ নানা কর্মকাণ্ড চালিয়ে উপজেলার-বাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
তিনি বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণসহ বিভিন্ন কর্মকাণ্ড নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার স্বীকৃতি পেলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply