বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— নাম সুমাইয়া আক্তার। বয়স বাইশের কোঠায়। তিন বৎসর আগে পারিবারিকভাবে বিয়ে হয় বেতাগী উপজেলার সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের হেমায়েত উদ্দীনের সাথে। দেড় বছরের ছেলে সোলায়মানকে নিয়ে সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। এরপরের ঘটনা বড় এলোমেলো। বিয়ের কিছুদিন যেতেই শুরু হয় সাংসারিক টানাপোড়ন। যৌতুকের জন্য স্বামী ও তাঁর স্বজনদের অত্যাচারে অশান্তি নেমে আসে সংসারে। নির্যাতন সইতে না পেরে আদালতে মামলা করেন। অভিযোগ জানান ব্র্যাক এর আইন ও সালিশ কেন্দ্রে। ব্র্যাক কর্তৃপক্ষ এবং স্থানীয়রা দুই পরিবারের সঙ্গে যোগাযোগ করে জোড়া লাগিয়েছে সম্পর্ক। এখন সুমাইয়া সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে সংসার করছে।
সুমাইয়ার সাথে কথা বলতে মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামে তার শ্বশুরবাড়িতে গেলে দেখা যায় ছেলে সোলায়মানকে নিয়ে হাসিখুশি আছেন সুমাইয়া। প্রায় ভেঙ্গে যাওয়া সংসার জোড়া লাগায় সুমাইয়ার অনুভূতি জানতে চাইলে সুমাইয়া আবেগ আপ্লুত কন্ঠে বলেন, বিয়ের পর সবকিছু ঠিক-ঠাক চলছিল। কিন্তু হঠাৎ স্বামী যৌতুকের জন্য নির্যাতন করতে শুরু করে। যৌতুক না দিলে এক পর্যায়ে ঘর থেকে বের করে দিয়ে বিবাহ বিচ্ছেদের হুমকি দিতে থাকে। এরপর কোন পথ না পেয়ে আইনের আশ্রয় নেই। ব্র্যাক এর আইন ও সালিশ কেন্দ্রে অভিযোগ দেই। স্থানীয়দের সহযোগিতায় সালিশ বৈঠকের মাধ্যমে আমাদের মিমাংশা হয়। এরপর আমার স্বামী আমাকে শ্বশুরবাড়ি নিয়ে আসে। পুনরায় শ্বশুরবাড়ি ফিরতে পেরে খুব ভালো লাগছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply